শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দলের অন্তকোন্দল নিরসনে লংগদু আ.লীগের তৃণমূল নেতা-কর্মীদের সংবাদ সম্মেলন

রাঙামাটি থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ৬:৩০ পিএম

অন্তকোন্দল থেকে লংগদু উপজেলা আওয়ামী লীগকে বাঁচাতে তৃণমূল নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু জামাত-বিএনপির কর্মীদের আ’লীগে এনে দলের সর্বনাশ করেছে। এসব হাইব্রিড নেতাদের জন্য দলের পরীক্ষিত নেতা-কর্মীরা কোণঠাসা হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ নেতা বাবুল জামাত-বিএনপির এসব নেতাদের এনে দলের মূল নেতাদের বাদ দিয়ে তাদের পদ-পদবি প্রদান করছে। যা দলের জন্য কাম্য নয়। আগামী সংসদ নির্বাচনে এসব হাইব্রিড নেতাদের জন্য আওয়ামী লীগকে ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কামাল, সদস্য নজরুর ইসলাম সেন্টু, ইমতাজ আলী সরোয়ার গাজী এবং হাজী জামশেদ মেম্বারসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন