শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজবাড়ীতে ১৩ দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ৪:০৬ পিএম

স্বতন্ত্র শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক প্রনয়ন, বেসরকারি সকল স্তরের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করনসহ ১৩ দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসুচী পালন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন রাজবাড়ী জেলা শাখা।
সোমবার সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে সড়কে ওই মানববন্ধন কর্মসুচী পালন করে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন রাজবাড়ী জেলা শাখা।
এ সময় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন রাজবাড়ী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির সভাপতিত্বে, সাধারন সম্পাদক মাওলানা মোহাম্মদ আবু মুসা আশায়ারী, মাওলাণা আওয়াবুল্লাহ ইব্রাহীম প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা এ সময় অবিলম্বে স্বতন্ত্র শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক প্রনয়ন, বেসরকারি সকল স্তরের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করনসহ ১৩ দফা দাবীর জোর দাবী জানান।
পরে রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন