র্যাব-১৫, কক্সবাজার এর এক আভিযানিক দল, ২০ হাজার ইয়াবাসহ সোনামিয়া নামক এক মাদক কারবারিকে আটক করেছেন।
সোমবার ( ১৪-নভেম্বর) সকাল ১০ টার দিকে গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে পালংখালী ইউনিয়নের বালুখালীর মৃত আজম উল্লাহর পুত্র সোনামিয়া (৪০) কে ২০ হাজার পিছ ইয়াবাসহ আটক করেন র্যাব-১৫ এর এক আভিযানিক দল। র্যাবে-১৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
সুত্রমতে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কক্সবাজার টেকনাফ সড়কের মরা আমগাছতলা বাজারের খায়রুল বাশারের চা দোকানের সামনে থেকে উক্ত সোনামিয়াকে আটক করা হয়। পরে
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মুল্য ৬০ লাখ টাকা বলে ধারনা করা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোনামিয়া ইয়াবাগুলো টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানান। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন