শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাস্তানি করে দখলের মাধ্যমে মালিকানা আর থাকছে না : মন্ত্রী পরিষদ সচিব

মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ১:০৩ পিএম

ভূমি আইন নতুন করে সংস্কার করা হচ্ছে। নতুন আইন বাস্তবায়ন হলে মাস্তানি করে দখলের মাধ্যমে জমির মালিকানা আর থাকছে না বলে মন্তব্য করেছেন মন্ত্রী পরিষদ সচি খন্দকার আনোয়ারুল ইসলাম।
মঙ্গলবার (আজ) দুপুর ১২ টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সঙ্গে কর্মসম্পাদন ব্যবস্থাপনা, জাতীয় শুদ্ধাচার কৌশল, ভূমি সেবা ডিজিটাইজেশন ও উন্নয়ন সম্পর্কিত’ এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

এসময় মন্ত্রী পরিষদ সচি বলেন, কোভিড ১৯ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশে^ই একটা দুরবস্থা যাচ্ছে। আমাদের একটা এডভান্টেজ আছে যে, আমাদের কৃষি ভিত্তিক দ্রব্য সামগ্রীগুলো উৎপাদনে একটা কমফোর্টেবল পজিশনে আছি। আমাদের কৃষি গবেষকরা জানিয়েছেন আগামীতে আমাদের ধানসহ কৃষিভিত্তিক অনেক ফসল দ্বিগুন উৎপাদন হবে। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তাই আগামীতে বিশ^ পরিস্থিতি মোকাবেল করতে আমরা সক্ষম হবো বলে জানান।

মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন