শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাদকদ্রব্য নিয়ন্ত্রনে জিরো-টলারেন্স নীতি নিয়ে কাজ করছে সরকার

তারাকান্দা(ময়মনসিংহ)সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ৩:৫৪ পিএম

সকলের সমন্বিত কর্মপরিকল্পনাই পারে মাদককে নিয়ন্ত্রণ করতে-উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ময়মনসিংহ,মোহাম্মদ খোরশিদ আলম। তারাকান্দা(ময়মনসিংহ)সংবাদদাতাঃ


ময়মনসিংহের তারাকান্দায় মাদকবিরোধী কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক-ময়মনসিংহ, মোহাম্মদ খোরশিদ আলম আলম বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার ছিলো মাদকমুক্ত সমাজ বিনির্মাণ।সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।মাদকের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি নিয়ে কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে স্বরাস্ট্রমন্ত্রনালয়।কেবল সরকারের একার পক্ষে পুরো সমাজকে মাদক মুক্ত করা সম্ভব নয়।সমাজকে মাদকমুক্ত করতে সকলের সমন্বিত কর্মপরিকল্পনা এবং তা বাস্তবায়ন প্রয়োজন।

এ সময় তিনি আরও বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্ঠায় ১৯৭২ সনে ভিত্তি রচিত হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের।যা জাতির জনকের বাংলাদেশকে মাদকমুক্ত রাখার চিন্তাপ্রসূত ফসল।বর্তমান সরকারের এসডিজি বাস্তবায়ন এবং ২০২১/২০৪১ রুপকল্প বাস্তবায়নে মাদকমুক্ত সমাজ বিনির্মানের কোন বিকল্প নেই।সেই লক্ষ্যে বাংলাদেশ সরকারের স্বরাস্ট্রমন্ত্রনালয়ের অধিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করছি আমরা।কাজ করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ময়মনসিংহ।

এ বিষয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন,আমরা প্রত্যেকে নিজ নিজ চিন্তায় ব্যস্ত।কেউ সমাজ ও মাদকের কথা ভাবছিনা।আমাদেরকে সমাজ ও মাদকের ভয়াবহতা নিয়ে ভাবতে হবে।শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে।সচেতনতা বাড়াতে হবে।মাদক নিয়ন্ত্রনে সরকারের সহযোগীতায় তাদের কর্মপরিকল্পনা বাস্তবায়নের যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।মাদকদ্রব্য নিয়ন্ত্রনে তারাকান্দা উপজেলা প্রশাসনের সহযোগীতা সব সময় অব্যাহত থাকবে।

ময়মনসিংহের তারাকান্দায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে (কমপ্রিহেনসিভ এ্যাকশন প্লেন)কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর(মঙ্গলবার)সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার সূধন কুমার বিশ্বাস এর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী,ভাইস-চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,সালমা আক্তার কাকন,অফিসার ইনচার্জ আবুল খায়ের ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম মঞ্জু,প্রাণীসম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম,উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নূরুজ্জামান সরকার বকুল,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, স্কাউটের সদস্যগণ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন