শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই

চিঠিপত্র

জেসমিন আক্তার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

শিক্ষা জাতির মেরুদন্ড। আর এ মেরুদন্ডকে সুস্থ সবল রাখার জন্য প্রয়োজন শিক্ষাঙ্গন। কিন্তু দুঃখের বিষয়, অনেক শিক্ষাঙ্গনেই আজ শিক্ষাদানের ব্যবস্থা বাধাগ্রস্থ। ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কার্যক্রমে বিপর্যস্ত হতে চলেছে দেশের শিক্ষাঙ্গনগুলো। নিষ্পাপ অসহায় শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ হচ্ছে বিঘিœত এবং অনিশ্চিত। শিক্ষাঙ্গনে বিরাজ করেছে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা। সংক্রমিত হচ্ছে হতাশার বীজ, বিপদগামী হচ্ছে নিরীহ শিক্ষার্থীরা। এভাবে জাতীর ভবিষ্যৎ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন। বাংলাদেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে দেশের সেরা বিদ্যাপীঠগুলো আজ সন্ত্রাসীদের করায়ত্তে। দেশের সেরা বিদ্যাপীঠগুলোতে চলছে হল দখলের লড়াই। চলছে যখন তখন দাঙ্গা, ভাংচুর আর পেশী শক্তির অপব্যবহার। দেশে এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানগুলো কেবলমাত্র সন্ত্রাসীদের হাতের পুতুল। এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে যা প্রয়োজন সেই ব্যবস্থা গ্রহণের জন্য।

শিক্ষার্থী, জয়নাল হাজারী কলেজ, ফেনী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন