গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের ৫ দিন পর এক ষাটোর্ধ বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে কাপাসিয়ার পেওরাইট গ্রামের এক জঙ্গলে সাহাবুদ্দিন নামের ওই বৃদ্ধার মরদেহটি এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহতের ছেলে মানিক ঘটনাস্থলে গিয়ে তার বাবার মরদেহটি সনাক্ত করেন।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল ৭ টার দিকে বাড়ি থেকে বেড় হয়ে আর ফিরেননি সাহাবুদ্দিন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে নিখোঁজের ছেলে মানিক এব্যাপারে ১২ নভেম্বর থানায় নিখোঁজের ঘটনায় ডাইরী (জিডি) করেন।
তবে এলাকাবাসী জানায়, নিহত সাহাবুদ্দিন একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন