শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দফায় দফায় সিলেটের সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২২, ৩:৩৭ পিএম

দফায় দফায় বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশস্থল আলীয় মাদ্রাসা ময়দান পরিদর্শন করছেন কেন্দ্রিয় নেতারা। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে পরিদর্শনে আসনে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির. কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণ ও কুঠির শিল্প বিষয়ক সহ-সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপি সভাপতি আব্দুল কাউয়ুম চৌধুরী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান সহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, বিএনপির গণসমাবেশ ঠেকাতেই চাপ সৃষ্টি করে আহ্বান করা হয়েছে সিলেটে পরিবহন ধর্মঘট। তবে ধর্মঘট দিয়ে গণসমাবেশ ঠেকানো যাবে না। সকল বাধা উপেক্ষা করে ১৯ নভেম্বরের মানুষের ঢল নামবে সমাবেশে। নেতৃবৃন্দ আরও জানান, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে শত শত নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। শান্তিপূর্ণ সমাবেশ সফল করতে হয়রানি বন্ধের আহ্বান জানান তারা। এর আগে, বুধবার (১৬ নভেম্বর) রাতে এক সভা শেষে আগামী ১৯ নভেম্বর পরিবহন ধর্মঘট আহ্বান করে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। সিলেটে রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা, বৈধ অটোরিকশাগুলোতে গ্রিল স্থাপন ও নতুন করে অটোরিকশার নিবন্ধন না দেওয়াসহ কয়েকটি দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় সিলেট জেলা বাস মালিক সমিতি। একই দাবীতে মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ্ওে দুইদিনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন