রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বান্দরবানে লিফটে আটকা পড়ে এক শিশুর মৃত্যু

বান্দরবান থেকে ষ্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২২, ৬:০৭ পিএম

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ভবনের লিফটে আটকা পড়ে সাবেকুন নাহার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সাবেকুন নাহার ওই ভবনের ভাড়াটিয়া মো. সোহেলের বাসায় গৃহ পরিচারিকার কাজ করতো। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।


ভবনটিতে বসবাসকারীরা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ ভাবে ভবনটিতে লিফটি ব্যবহার করা হচ্ছিল। বারবার মালিক কর্তৃপক্ষকে অবহিত করেও সেটি সরানো যায়নি।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার জানান, সকালে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ভবনের লিফটে আটকে পড়ে মারা যায় শিশু সাবেকুন নাহার। তাকে উদ্ধার করতে গিয়ে লিফটিতে আটকে পড়া নুরুল আলম নামে এক দারোয়ান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে। ভবনটির তৃতীয় তলা থেকে আটকে পড়া দারোয়ান নুরুল আলমকে উদ্ধার করা হয়েছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন