শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ছাত্রকে মারধর করায় ইতিহাস পরিবহনের বাস আটক

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২২, ৭:৫৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধর করায় ইতিহাস পরিবহনের ৩০টির বেশি বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এসব গাড়ি পার্কিং করে রাখা হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের ছাত্র মামুনুর রেজা রাজধানীর মিরপুরে মারধরের শিকার হয়।

ভুক্তভোগী মামুনুর রেজা বলেন, 'গতকাল বুধবার সকাল আটটায় ক্যাম্পাসে আসার জন্য মিরপুর ১০ এ ইতিহাস বাসে উঠেন।বাসে উঠার আগেই দরজায় একজন থামিয়ে দিয়ে আমাকে টিকেট নিতে বলে এবং টিকিট ছাড়া গাড়িতে উঠতে দিবেনা। স্টুডেন্ট বলার পরে ওনি আমাকে ৩২টাকার টিকেট ধরিয়ে দেয়। যেখানে সচরাচর ২০-২৫ টাকায় ক্যাম্পাসে আসি। ৩২টাকা ভাড়ার বিষয়ে প্রতিবাদ করলে ওনি জাহাঙ্গীরনগরের ছাত্র শোনা মাত্র আজ তোদের পাইছি বলে কলার ধরে বাস থেকে নিচে নামিয়ে ধাক্কা দিয়ে মারতে শুরু করে। অকথ্য ভাষায় ভার্সিটি নামে খারাপ কথা বলে।'

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, 'মারধরে অভিযুক্ত মিরপুরের লাইনম্যান রাকিবুল ইসলাম রাব্বির দ্রুত শাস্তি নিশ্চিত করা।'

ইতিহাস বাসের এক চালকে রুবেল মিয়া জানান, 'আমাদের ৩০টির বেশি বাস আটকে রেখেছে৷ শুনেছি মিরপুরের লাইনম্যান রাব্বি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছে৷ বাস কখন ছাড়বে জানি না।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, 'কোন শিক্ষার্থীকে মারধর করা হলে সে অভিযোগ প্রথমে প্রক্টর বরাবর প্রশাসনকে অবগত করতে হবে। প্রশাসনকে না জানিয়ে কোনো আটক অভিযান পরিচালনা করলে সেই দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিবে না।'

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন