শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইউপি নির্বাচনেও প্রার্থীদের হলফনামা দিতে হবে : হাইকোর্ট

ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২২, ১০:৩২ পিএম

এখন থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও প্রার্থীদের ৭টি তথ্য সম্বলিত হলফনামা দাখিল করতে হবে- এমন পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।  চট্টগ্রামের ফটিকছড়ির বখতপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফারুকুল আজমের প্রার্থিতা বৈধতা ঘোষণার রায়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন হাইকোর্টের এ দ্বৈত বেঞ্চ।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম ও অ্যাডভোকেট মো. জাহেদ উল আনোয়ার।

পরে আইনজীবী অ্যাডভোকেট মো: জাহেদ উল আনোয়ার গণমাধ্যমকে বলেন, ২০২১ সালের ২৭ অক্টোবর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখ্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ ফারুকুল আজমের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে রিট দায়ের করি। রিটের শুনানি শেষে হাইকোর্ট একই বছরের ৩১ অক্টোবর প্রার্থী ফারুকুল আজমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। পরে এ আদেশের বিরুদ্ধে আ'লীগ মনোনীত অপর চেয়ারম্যান প্রার্থী মোঃ সোলায়মান আপিল করেন। ওই আপিলের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান হাইকোর্টের আদেশ স্থগিত করেন। সঙ্গে বখ্তপুর ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে গেজেট প্রকাশও স্থগিত করে দেন। পরে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ গত ৬ মার্চ রুলটি নিষ্পত্তির জন্য হাইকোর্টে পাঠিয়ে দেন। সেই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার দায়িত্বপ্রাপ্ত হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমদ সোহেলের ডিভিশন বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে পূর্বে দেয়া হাইকোর্টের রুল 'যথাযথ' ঘোষণা করে ফারুকুল আজমের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। একই সঙ্গে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।

এছাড়াও রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, অন্যান্য নির্বাচনে নমিনেশন পেপারের সঙ্গে ৭টি তথ্য সম্বলিত হলফনামা দেয়ার বিধান আছে। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনে হলফনামা দেয়া হয় না। যদিও ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ২৬(৩) এ হলফনামা দেয়ার কথ বলা হয়েছে। অথচ ২০১০ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিতে শুধুমাত্র প্রত্যয়নপত্র দেয়ার কথা বলা হয়েছে; হলফনামা দেয়ার কথা নেই।

এ প্রসঙ্গে হাইকোর্ট বলেছেন, যেহেতু বিধিমালার ওপরে আইন প্রাধান্য পাবে; সেহেতু ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রেও প্রার্থীদের হলফনামা দাখিল করতে হবে। এরপর থেকে সব ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলাদা ফরমে হলফনামার তথ্য দাখিল করতে হবে। এ জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আদেশে বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন