মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সভাপতি সাধারণ সম্পাদক নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা গাজীপুর মহানগর আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন

গাজীপুর থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২২, ৭:৩০ পিএম

গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার ঐতিহাসিক রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কে হচ্ছেন সভাপতি সাধারণ সম্পাদক তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা।

এ সম্মেলন কে ঘিরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মাঠের চতুর্দিক সম্ভাব্য প্রার্থীদের সমর্থনে সাঁটানো পোস্টার-ব্যানার ফ্যাস্টুনে ছেয়ে গেছে। টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত সেজেছে নতুন সাজে অসংখ্য তোড়ন নির্মিত হয়েছে সম্মেলন উপলক্ষে।

সম্মেলনে তৃণমূল নেতাকর্মীরা দলকে সুসংগঠিত করার লক্ষ্যে তরুণ নেতৃত্বকেই চাইছেন। সম্মেলনের মাধ্যমে নতুন দুটি পদের জন্য প্রতিদন্ধীতায় রয়েছেন ত্যাগী নেতাসহ নতুন মুখ।
মহানগর কমিটি আলাদা গুরুত্ব বহন করে বলে দল-মত নির্বিশেষে সকলেরই কৌতূহল-জল্পনা-কল্পনা-স্নায়ুক্ষয়ী উত্তেজনা আছে সম্মেলন ঘিরে। কোথাও সরব আলোচনা,যুক্তি-তর্ক কোথাও ফিসফাস। বিষয়বস্তু একটিই কারা নেতৃত্ব দিবেন। -রাজধানীঘেঁষা এই শিল্প মহানগরের! সভাপতি পদে একজন, বর্তমান সভাপতি আজমত উল্লা খান প্রার্থী। কিন্তু সাধারণ সম্পাদক পদে এক ডজনেরও বেশি প্রার্থীর পক্ষে মাঠে প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে।রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মহানগর আওয়ামী লীগ সূত্রে জানা যায়, দুপুর ১ টায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্ণেল (অবঃ) ফারুক খান এমপি উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করবেন।

এছাড়া গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আওয়ামী লীগের সভাপতি মÐলীর সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল ইসলাম এমপি এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মণি। উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ এমপি, আইন বিষয়ক সম্পাদক নাজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, সাবেক মন্ত্রী ও মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজ, সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এড এবিএম রিয়াজুল কবীর কাওসার, আনোয়ার হোসেন, শাহাবুদ্দীন ফরাজী এবং ইকবাল হোসেন অপু এমপি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করবেন।গাজীপুর মহানগর আওয়ামী লীগের বহুল প্রত্যাশিত সম্মেলনে সভাপতিত্ব করবেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আজমত উল্লাহ খান এবং অনুষ্ঠানটির স ালনায় থাকবেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল।২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন গঠিত হওয়ার পর আজ ১৯ নভেম্বর গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রথম সম্মেলন হতে যাচ্ছে।

২০১৫ সালের মার্চে অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে গাজীপুর মহানগর আওয়ামী লীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ২০১৬ সালের ১০ অক্টোবর সম্মেলন ছাড়াই ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে গাজীপুর মহানগর আওয়ামী লীগ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন