বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশে উপস্থিত হয়েছেন ৪ লাখের বেশি নেতা-কর্মী, এমন দাবি করেছেন বিএনপির সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর।
তিনি বলেন, লক্ষ্য ছিল সমাবেশে ৪ লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিতে। কিন্তু আমরা দেখছি সমাবেশে আরও বেশি লোক এসেছেন। ভিড় যেহেতু বাড়ছে, আমরা বিশ্বাস করি সমাবেশস্থলের আশেপাশের পুরো এলাকাও সমাবেশের অংশ হয়ে উঠবে।’ এদিকে, সমাবেশস্থল স্লোগানে স্লোগানে চারপাশ মুখরিত করে রেখেছেন বিএনপি নেতা-কর্মীরা। স্থানীয় নেতাদের প্ল্যাকার্ড হাতে দলে দলে সমাবেশস্থলে মিলিত হয়েছেন তারা। আজ সকাল সাড়ে ১১টার নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ শুরু হলেও অন্যান্য জেলা থেকে কয়েক হাজার সমর্থক গতকাল রাতেই সিলেট শহরে চলে আসেন। তাদের অনেকে নগরীর বিভিন্ন কমিউনিটি সেন্টারে অবস্থান নেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন