শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গফরগাঁওয়ে পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্রাজিল সমর্থক নিহত

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ১০:৩০ পিএম

গফরগাঁও উপজেলায় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ শামীম(১৭) নামে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছে। এসময় মুহাম্মদ সাজ্জাদ নামে অপর এক সমর্থকে আশঙ্কা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শামীম পৌর শহরের ষোলহাসিয়া গ্রামের মুহাম্মদ হামিদুলের ছেলে। আহত মুহাম্মদ সাজ্জাদ একই এলাকার মুহাম্মদ শামছুল হকের ছেলে। আজ শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের ষোলহাসিয়া ৬নং ওয়ার্ডের রেলওয়ে ষ্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাজিল সমর্থক দুই বন্ধু শামীম ও সাজ্জাদ সন্ধ্যায় গফরগাঁও রেলওয়ে ষ্টেশনের সামনে পৌর শহরের ষোলহাসিয়া এলাকায় ব্রাজিলের পতাকা টানাতে দু'জনে মিলে বিদুৎতের খুঁটিতে উঠেন। অসাবধানতা বশত তাদের পতাকার বাঁশটি বিদুৎতের তারে জড়িয়ে দু'জনেই বিদ্যুৎয়ায়িত হয়ে নিচে পড়ে যায়। স্বজনরা খোঁজ পেয়ে আশংঙ্কাজনক অবস্থায় আহত তাদের প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথে শামীম মারা যান।

গফরগাঁও হাসপাতালের ডাঃ মৌসুমি আক্তার জানান, শামীম ও সাজ্জাদ হোসেন দুজনের অবস্থাও আশংঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Sayem ২১ নভেম্বর, ২০২২, ১১:৩৩ পিএম says : 0
ব্রাজিলের নয় আর্জেন্টিনার পতাকা হবে
Total Reply(0)
Sayem ২১ নভেম্বর, ২০২২, ১১:৩৩ পিএম says : 0
ব্রাজিলের নয় আর্জেন্টিনার পতাকা হবে
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন