বগুড়া জেলা বার সমিতির নির্বাচন আগামী ২৫ নভেম্বর। এই নির্বাচনে এবার বিএনপি ও জামাত সমর্থিত জোট একাট্টা হয়ে অংশ গ্রহণ করায় তাদের ভালো ফলাফল হবে বলে ধারনা করা হচ্ছে। বগুড়া বারে এবার এ্যাডভোকেট আতাউর রহমান মুক্তা ও এ্যাডভোকেট আব্দুল বাছেদ সমর্থিত বিএনপি প্যানেল, এ্যাডভোকেট রেজাউল করিম মন্টু ও এ্যাডভোকেট জাকির হোসেন নবাব সমর্থিত আওয়ামী আইনজীবী পরিষদের একাংশ এবং এ্যাডভোকেট আব্দুল মতিন ও এ্যাডভোকেট গোলাম রব্বানী রোমানের নেতৃত্বে আওয়ামী আইনজীবী পরিষদের অপরাংশের প্যানেল প্রতিদ্ব›িদ্বতা করছেন।
এছাড়াও বাম ঘরানার আইনজীবী এ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু ও এ্যাডভোকেট আব্দুল লতিফ ববি সমর্থিত গনতান্ত্রিক আইনজীবী পরিষদের ব্যানারে পৃথকভাবে আরেকটি প্যানেলসহ মোট চারটি প্যানেল প্রতিদ্ব›িদ্বতা করছে। বগুড়ায় এমনিতেই বিএনপি সমর্থিত আইনজীবীদের সংখ্যা বেশি এবং তাদের প্যানেল একটি হওয়ায় তাদেরই পুর্ণ প্যানেলে জয়লাভের সম্ভাবনা বেশি বলে দাবি করেছেন বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা। অপরদিকে আওয়ামী আইনজীবী পরিষদের একাংশের সভাপতি এ্যাডভোকেট রেজাউল করিম মন্টু বলেন, যোগ্যতার বিচারে তিনি ও তার প্যানেলের বিজয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে গনতান্ত্রিক আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাডভোকেট আব্দুল লতিফ ববি বলেন, এই ব্যানারে তারা তিন বছর ধরে ভোট করছেন। প্রতিবছরই বাড়ছে তাদের ভোট। তিনি গত বছর আওয়ামী লীগ ও বিএনপি প্যানেলের বিপরীতে ভোট পেয়েছিলেন ১০৬ টি। বগুড়া বারের ৭৭৮ ভোটারের বিপরীতে ১০৬ ভোট পাওয়া আশা ব্যাঞ্জক বলে মন্তব্য তার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন