পশুর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে বশির শেখের (৩৮) মরদেহের সন্ধান ৩ দিন পর মিলেছে। আজ সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে মোংলার কানাইনগর এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার পশুর নদীর হাড়বারিয়া এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন বশির শেখ। তিনি চিলা ইউনিয়নের জয়মনি এলাকার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ তৈয়ব আলি শেখের ছেলে। মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সকালে কানাইনগর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা লাশটি পাওয়া যায়। লাশটি পরিবারের কাছে আইনী প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন