শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার, | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২২, ৫:১৫ পিএম

যথাযথ মর্যাদায ও উদ্দীপনার মধ্যদিয়ে কুমিল্লায় উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। সোমবার বিকেলে কুমিল্লা সেনানিবাসের এমআর চৌধুরী প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইনুর রহমান এসইউপি,এডব্লিউসি,পিএসসি বলেন, ২১ নভেম্বর বাঙালি জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে সশস্ত্রবাহিনীর সদস্যদের সাথে মুক্তিকামী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিত আক্রমণে সূচনা করে। এর মধ্য দিয়ে ৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় ত্বরান্বিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে ৯৪৯ মুক্তিযোদ্ধাকে সম্মাননা উপহার সামগ্রী প্রদান করা হয়।

এরপর তিনি সশস্ত্র বাহিনী দিবসের কেক কেটে দিবসটি উদযাপন করেন। এ সময় জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার, সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন