শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২২, ৬:২৯ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রানী মজুমদার (২৮) উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সঞ্চয় মজুমদারের স্ত্রী। সোমবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।


স্থানীয় সূত্রে জানায়, নিহতের স্বামী সকালে বাজার করতে যায়। সেখান থেকে বেলা ১১টার দিকে বাড়িতে এসে দেখেন স্ত্রী টুম্পা ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হাতিয়া থানার ওসি মো.আমির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। নিহতের বাবার বাড়ি চট্টগ্রামের সন্দীপ। তারা বাবা-মা এলে তাদের সাথে কথা বলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন