শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জয়পুরহাটে ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ আটক ২

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২২, ৮:৪৪ পিএম

জয়পুরহাটে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে পালাক্রমে ধর্ষণের শিকার হওয়া তরুণীর অভিযোগে তার প্রেমিকসহ দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আক্কেলপুর উপজেলার পশ্চিম রুকিন্দীপুর তায়েজপাড়া গ্রামের আলী আশরাফের ছেলে সাগর হোসেন ও রুকিন্দীপুর ফকিরপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন। সোমবার (২১ নভেম্বর) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস পূর্বে নওগাঁর বদলগাছী উপজেলার কান্দা গ্রামের ওই তরুণীর সাথে আসামী সাগরের মোবাইল ফোনে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এরই সুবাদে ১৯ নভেম্বর সকালে সাগর ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জয়পুরহাট শহরে ডেকে নিয়ে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে কালক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে সাগরের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে ওই তরুণীকে আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর গ্রামের একটি কলা বাগানের ভিতর ঢুকে সাগর ও তার বন্ধু ফরহাদ পালাক্রমে ধর্ষণ করে।

ধর্ষণের পর ওই তরুণীকে নিয়ে অভিযুক্তরা জয়পুরহাট শহরে নিয়ে আসার পথে টহলরত পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়লে মেয়েটির অভিযোগ শুনে পুলিশ দুইজনকে আটক করে।

এ ঘটনায় পরের দিন ওই তরুণী বাদি হয়ে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করলে সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন