শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আল্লামা মনিরুল আলমের ইন্তেকালে জমিয়াতুল মোদার্রেছীন নেতৃবৃন্দের শোক

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় কমিটির সদস্য, লক্ষ্মীপুর জেলা সহ-সভাপতি, রামগঞ্জ উপজেলা সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, স্বনামধন্য শিক্ষক, যোগ্য সংগঠক, রামগঞ্জ থানার নাগমুদ ফাযিল মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ হযরত আল্লামা মনিরুল আলম রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীন, মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মোমতাজী, যুগ্ম মহাসচিব ও চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান, চাঁদপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ তাজাম্মুল হোসেন মজুমদার, কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা নেছার উদ্দিন ওয়ালি উল্লাহি, কুমিল্লা জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, নোয়াখালী জেলা সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা ওয়াহিদুল হক এক যৌথ বিবৃতিতে মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে বলেন, মাওলানা মনিরুল আলম ছিলেন একজন নিবেদিতপ্রাণ দ্বীনের খাদেম, সফল সংগঠক, জমিয়াতুল মোদার্রেছীনের উচ্চ পর্যায়ের নেতৃত্ব প্রদানের যোগ্যতাসম্পন্ন ব্যক্তিত্ব। নেতৃবৃন্দ তার দ্বীনি খেদমত আল্লাহর দরবারে কবুল হবার দোয়া করেন। একইসঙ্গে মরহুমের পরিবার-পরিজন যেন ধৈর্যধারণ করতে পারেন সে ব্যাপারে আল্লাহ পাকের তওফিক কামনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন