শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কোটালিপাড়ায় বাসের চাপায় নিহত ৩ আহত ২

কোটালিপাড়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৬, ৬:০৫ পিএম

কোটালিপাড়া উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালিপাড়ায় বাসের চাপায় টমটমের ৩ যাত্রী নিহত ও ২ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার তারাশী বাস স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় সন্ধ্যার পরে কাজুলিয়া থেকে ঢালাইয়ের কাজ শেষে টমটম নিয়ে শ্রমিকরা বাড়ী ফিরছিল তারা তারাশী নামক স্থানে পৌঁছালে পয়সার হাট থেকে ছেড়ে আসা মুন-৪ যাত্রীবাহী ঘাতক লোকাল বাসটি রাস্তার উল্টো দিকে গিয়ে টমটমটিকে চাপা দেয়। এ সময় টমটমের শ্রমিক হেলাল ওরফে হেলু (৪৫), ইমরান গাজী (২৬) ঘটনাস্থলেই নিহত হয়। গুরুত্বর আহত অবস্থায় নজির গাজী (৩৫) কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। অপর দুইজন সোহরাব মিয়া (৫০) ও রাসেল মিয়া (২৬) কে স্থানীয়রা উদ্ধার করে রাতেই কোটালিপাড়া হাসপাতালে ভর্তি করে এর মধ্যে সোহরাব মিয়ার অবস্থা আসংখ্যাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এরা সবাই ঢালাই শ্রমিক ও তাদের বাড়ী কোটালিপাড়ার কয়খা গ্রামে। এ ঘটনায় স্থানীয় জনতা ঘাতক বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোটালিপাড়া- গোপালগঞ্জ সড়কে আগুন জালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন