পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলালের সাথে খারাপ আচরন করার অভিযোগে ফারুক (৩২) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৩ নভেম্বর) দুপুরে ঘটনাস্থলে আদালত বসিয়ে এ আদেশ দেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর হক।
সাজাপ্রাপ্ত ফারুক ধাক্কামারা ইউনিয়নের দোমনী সরকারপাড়া গ্রামের দুলু ইসলামের ছেলে।
জানা যায়, ফারুক দুপুরে ইউপি চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে চেয়ারম্যানের সাথে ভিজিডি কার্ডের কাগজপত্রকে কেন্দ্র করে চেয়ারম্যানের সাথে খারাপ আচরন করে। এসময় ইউপি চেয়ারম্যান পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করে।পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।
পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুল হক জানান,সরকারি কাজে বাধা, হুমকি ও মারমুখী আচরন করায় দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন