শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ধামরাইয়ে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২২, ৯:০১ পিএম

ঢাকার ধামরাইয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসেম (২৪) ও রনি (২৫) নামের দুই জন নিহত হয়েছে ৷ এঘটনায় আহত হয়েছে আরো দুই জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার আমিন মডেল টাউনের কাঁচাবাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার খাতরা এলাকার হাসেম (২৪), গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকার রনি (২৫)। আহতরা হলেন, ধামরাইয়ের জয়পুরা এলাকার সিরাজুল ইসলামের ছেলে সোহেল রানা (২৫), গাজীপুর জেলার কোনাবাড়ির রাজন (২৫)।

জানা যায়, গাজীপুরের কোনাবাড়ি থেকে রনি ও রাজন একটি মোটরসাইকেল করে মানিকগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় তারা ধামরাইয়ের ঢুলিভিটা পৌছালে ধামরাইয়ের জয়পুরা এলাকা থেকে নবীনগরের দিকে আসা হাসেম ও সোহেল রানার মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই একজন মারা যায়। গুরুতর আহত অবস্থায় তিনজন কে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন৷ পরে চিকিৎসাধীন অবস্থায় রনি নামের আরেকজন মারা যায়।

জানা গেছে, সোহেল এবং হাসেম দুইজন মোটরসাইকেল করে নবীনগরের দিকে যাচ্ছিলো। আর গাজীপুর থেকে আরো দুজন মোটরসাইকেল নিয়ে মানিকগঞ্জ যাচ্ছিলো৷ ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায়দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ধামরাইয়ের খাতরা এলাকার হাসেম মারা যায়। আহত সোহেল রানা আমাদের এলাকার। তাকে ধামরাই সরকারি হাসপাতাল থেকে সাভারে নিয়ে যাওয়া হচ্ছে।

ধামরাই ফায়ারসার্ভিস স্টেশন কর্মকর্তা সোহেল রানা জানান, এঘটনায় দুই মোটরসাইকেলের দুই জন নিহত এবং দুইজন আহত হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন