বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ডোমার উপজেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাদ মাগরিব উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলামের নেতৃত্বে ডোমার বাজার মুচির মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে ডোমার বানোয়ারী মোড়ে এক সমাবেশে মিলিত হয়।
ছাত্রদল নেতাকে হামলার নিন্দা ও বিচার দাবী করে বক্তব্য রাখেন ডোমার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা বিএপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ বসুনিয়া সজিব।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডোমার উপজেলা ছাত্রদলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মজিদুল ইসলাম, যুবদল নেতা হাসানুর আলম রিমুন, পৌর আহ্বায়ক রাহিমুজ্জামান রুপক, সদস্য সচিব রাসেল আহমেদ শাওন, ডোমার সরকারী কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম ইসলাম প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন