শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

উন্নয়নের দিনের আলোতে রাতের অন্ধকার দেখে বিএনপি: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২২, ৫:০১ পিএম

আওয়ামী লীগ নয়, বিএনপির হাতে রক্তের দাগ লেগে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, 'গতকাল ফখরুল বলেছেন আমরা নাকি রক্ত ঝরাই। রক্তের দাগ আপনাদের হাতে। ২১ হাজার আওয়ামী লীগ কর্মীদের রক্তের দাগ আপনাদের হাতে। মিথ্যাচার করে কোনো লাভ নেই।'

সেতুমন্ত্রী বলেন, 'নেতিবাচক রাজনীতি, জঙ্গিবাদের রাজনীতির জন্য আপনাদের আন্দোলনের পতন হবে। খেলা হবে। খেলা তো হবে। ডিসেম্বরে খেলা হবে৷'

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি ফখরুলদের গা জ্বলে, অন্তর জ্বলে, জ্বালারে জ্বালা। শেষ পর্যন্ত শেখ হাসিনা পদ্মা সেতু করেই ফেলল। এত বিষোদগার কেন করে, মিথ্যাচার কেন করে, শেখ হাসিনাকে হাসিনা-হাসিনা কেন করে বুঝেন না? খুব শিগগিরই আসছে তরুণ প্রজন্মের ড্রিম প্রোজেক্ট মেট্রোরেল। কত জ্বালা।'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'উন্নয়নের দিনের আলোতে রাতের অন্ধকার দেখে বিএনপি।'

ওবায়দুল কাদের বলেন, 'পলাশীতে প্রধান বিশ্বাসঘাতক ছিল মীর জাফর আলী খান। আর ৭৫ এর প্রধান বিশ্বাসঘাতক খন্দকার মোশতাক আহমেদ।'

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন