শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ধামরাইয়ে ইট ভাটায় জরিমানা ও ১৫টি কয়লা তৈরীর চুল্লী ধ্বংস

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২২, ৫:৫৬ পিএম

হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী

ধামরাই উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ভাড়ারিয়া এলাকায় মেসার্স এইচ এম বি ইটভাটা গুড়িয়ে দিয়েছেন। সেইসাথে ভাটার মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছেন।

আজ শনিবার( ২৬ নভেম্বর) পর্যন্ত ৮ টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। সেই সাথে ২ টি ভাটার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে অবৈধভাবে চুল্লীতে গাছ পুড়িয়ে কয়লা তৈরী করার অপরাধে একজনকে নগদ একলাখ টাকা জরিমানা ও দুই মালিকের ১৫টি চুল্লী ভেক্যু দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।

এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।

জানা গেছে, ধামরাইসহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে ফলজ, বনজ ও ঔষধী গাছ কেটে এনে বিশেষ কায়দায় তৈরীকৃত চুল্লির ভিতরে গাছের ছোট ছোট গুড়ি দিয়ে তা পুড়িয়ে তৈরী করা হচ্ছিল কয়লা। উপজেলার বাইশা কান্দা ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় প্রভাব বিস্তার করে এমনি দুইটি কারখানার চালানো হয়েছিল।

লোকালয়ে,বসত বাড়ির সন্নিকটকে তিনটি স্থানে ১৫ টি চুল্লিতে চলছিল এই সব অবৈধ কয়লা তৈরির কারখানা। বিভিন্ন গাছ ব্যবসায়ীদের কাছ থেকে ফলজ,বনজ ও ঔষধি গাছ সংগ্রহ করে চুল্লিতে পুড়িয়ে উৎপাদিত হচ্ছিল এসব কয়লা। এতে যেভাবে বৃক্ষনিধন হচ্ছে সাথে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এমন সংবাদ পাওয়ার পরে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন।

উল্লেখ যে উপজেলায় প্রায় শতাধিক ইটভাটার বৈধ কোন কাগজ পত্র নেই। এলাকার মানুষদের জিম্মি করে এসব ইটভাটা চালাচ্ছে কতিপয় প্রভাবশালী ব্যাক্তি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন