রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

চট্টগ্রামে ১৪ একর জমির উপর আইটি পার্ক হবে প্রতিমন্ত্রী পলক

কর্মসংস্থানের সুযোগ হবে -মেয়র

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : কর্ণফুলীর পাড়ে ১৪ একর জমির উপর শিগগিরই আইটি পার্কের নির্মাণ কাজ শুরু হবে। গতকাল (শনিবার) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে লার্নিং অ্যান্ড আর্নিং মেলার উদ্বোধনকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন। প্রতিমন্ত্রী পলক বলেন, চট্টগ্রাম থেকে ডিজিটাল যোদ্ধা তৈরি করতে আমরা বাকলিয়ায় ১৪ একর জমির ওপর একটি আইটি পার্ক স্থাপন করতে যাচ্ছি। প্রাথমিক পর্যায়ে ৪০ কোটি টাকা ব্যয়ে আইটি ভ্যালেজ স্থাপন করা হবে। পর্যায়ক্রমে আরও ৩শ’ কোটি টাকা ব্যয়ে আগামী পাঁচ বছরের মধ্যে আইটি পার্ক স্থাপন করা হবে। প্রতিমন্ত্রী বলেন, আইটি পার্ক স্থাপন শেষ হলে ৫০ হাজার তরুণের কর্মসংস্থান হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এটি বাস্তবায়ন হলে বিশ্বের নাম্বার ওয়ান আউট সোর্সিংয়ের শহর ভারতের ব্যাঙ্গালোরের মতো হবে চট্টগ্রামও।
মেলায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি তথ্যপ্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছিলেন তা ধীরে ধীরে বাস্তবায়ন করছেন। চট্টগ্রামে আইটি পার্ক এ অঞ্চলের মানুষের জন্য অনেক বড় পাওয়া। এটি বাস্তবায়ন হলে হাজার হাজার তরুণের কর্মসংস্থানের সুযোগ হবে। চট্টগ্রামের জেলা প্রশাসক মো: সামসুল আরেফিনের সভাপতিত্বে মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াসেকা আয়েশা খান এমপি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: রুহুল আমীন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, রবি আজিয়াটা লিমিটেডের ক্লাস্টার মার্কেট ডিরেক্টর নাজির আহমেদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন