শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে ৭৩ জন আক্রান্ত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২২, ৮:৪৪ পিএম

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে ৭৩ জন আক্রান্ত হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১২৬ জন। চট্টগ্রামের ডেঙ্গু সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন অফিস থেকে আজ প্রদত্ত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, জেলার সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে মোট ৭৩ জন। এর মধ্যে সরকারি হাসপাতালের ল্যাবে ৩১ জন ও বেসরকারি ল্যাবে ৪২ জন। ফলে চট্টগ্রামে জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬৪ জনে। এর মধ্যে সরকারি হাসপাতালের ল্যাবরেটরিতে ২ হাজার ৩৩৮ জন ও বেসরকারি পরীক্ষাগারে ২ হাজার ১২৬ জনের শরীরে ডেঙ্গুর সংক্রমণ নিশ্চিত করা হয়।

বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ এবং জেলার অন্যান্য হাসপাতালে ৭৬ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছে ৩১ জন। হাসপাতালে চিকিৎসাশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ হাজার ৩৩৮ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন