চার জেলায় সড়কে ৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হন আরো বেশ কয়েকজন। মীরসরাইয়ে পিকআপ-বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। শুক্রবার দুপুর ও গতকাল শনিবার দিনের বিভিন্ন সময়ে দুর্ঘটনাগুলো ঘটে। অন্যদিকে ময়মনসিংহের ভালুকায় আটদিন লাইফসাপোর্টে থাকার পর এক নারীর মৃত্যু হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপকে পেছন থেকে দ্রুতগামী বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো দুইজন। গতকাল শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় ঘটনাটি ঘটে। নিহতরা হলেন পিকআপ চালক মাদারীপুর জেলার শিবচর থানার ভদ্রাসন এলাকার আব্দুর রব বেপারির ছেলে খোরশেদ আলম, পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার বলদিয়া এলাকার মো. হাসান, বরিশাল জেলার বানারিপাড়া থানার বিশার কান্দি এলাকার হায়দার আলীর পুত্র মো. সোহেল। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর বলেন, গতকাল শনিবার ভোরে মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় দাঁড়িয়ে থাকা পিকআপকে পেছন দিক থেকে এনা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে পিকআপ চালক ও পিকআপে থাকা ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুইজনের মৃত্যু হয়।
ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় আটদিন লাইফসাপোর্টে থাকার পর পলি আক্তার গত শুক্রবার রাতে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয়। নিহত পলি আক্তার উপজেলার মেদিলা গ্রামের সোহরাব উদ্দিন সরকারের ছোট মেয়ে। গত ২৮ নভেম্বর অটোরিকশা দিয়ে যাওয়ার পথে তিনি মারাত্মকভাবে আহত হন।
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লরির ধাক্কায় মোতাহের হোসেন নামে একজন নিহত হয়েছেন। গত শুক্রবার দুপুরে ঢাকা-কুমিল্লা মহাসড়কের ইলেটগঞ্জ ঘটনাটি ঘটে। নিহত মোতাহার হোসেন ব্রাহ্মণপাড়া থানার ধান্যদৌল গ্রামের (কালামুরিয়া) গ্রামের হাজী আবুল হাশেম এর ছেলে।
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, গফরগাঁও-ভালুকা সড়কে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোখলেছুর রহমান নামে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২। গতকাল শনিবার ভোরে রাওনা ইউনিয়নের ধোপাঘ্াট এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি রসুলপুর ইউনিয়নের ছয়ানী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত মো. হুলকি শেখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন