শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বগুড়া জেলা বার সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ বিজয়

বগুড়া বুরে‌্যা : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

বগুড়া জেলা অ্যাড. সমিতির নির্বাচন ২০২২-এ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও মহাজোট মনোনীত অ্যাড. আব্দুল মতিন পিপি সভাপতি ও জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত প্রার্থী আব্দুল বাছেদ সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে অ্যাড. আব্দুল মতিন পেয়েছেন ২৪৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল এর প্রার্থী মো. আতাউর রহমান খান মুক্তা পেয়েছেন ২৪৮ ভোট অর্থাৎ মাত্র ১ ভোটে তিনি পরাজিত হয়েছেন।
২৬৬ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল এর প্রার্থী অ্যাড. মো. আব্দুল বাছেদ। তাঁর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাড. এ, এইচ, এম গোলাম রব্বানী খাঁন রোমান পেয়েছেন ২০২ ভোট।
নির্বাহী পরিষদের মোট ১৩টি পদের মধ্যে সভাপতি ও একটি কার্যনির্বাহী সদস্যসহ দুটি পদে জয়লাভ করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও মহাজোট মনোনীত দুইজন প্রার্থী। সাধারণ সম্পাদকসহ বাকি সবগুলো পদে জয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাড. বিনয় কুমার রজত এ তথ্য জানিয়ে বলেন, গত শুক্রবার অনুষ্ঠিত এই নির্বাচনে এবার বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭৭৮ জন। এর মধ্যে ৭৫৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
৩২১ ও ৩০৬ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী মো. মাসফিকুর রহমান তালুকদার (রুবেল) ও মো. সাখাওয়াত হোসেন মল্লিক।
৩৪৮ ও ২৯৭ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী যথাক্রমে মো.আমিনুল ইসলাম শাহীন ও মোছা মাহবুবা খাতুন সুখী। ২৮৮ ভোট পেয়ে লাইব্রেরী ও সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. উজ্জল হোসেন, ৩৪৪ ভোট পেয়ে ম্যাগাজিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো.গোলাম মোস্তফা মজনু।
এছাড়াও ৩৫১ ভোট পেয়ে ১নং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী অ্যাড. মো. মিজানুর রহমান মিজান, ৩৩৪ ভোট পেয়ে ২য় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাড. মোছা. বেবী খাতুন, ৩১৬ ভোট পেয়ে ৩য় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী অ্যাড. মো. আব্দুস সালাম, ২৯৫ ভোট পেয়ে ৪র্থ কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী অ্যাড. মো. সিরাজুল ইসলাম এবং ২৯৩ ভোট পেয়ে ৫ম কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. সাইফুল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন