সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠান যশোরের শার্শায় আফিল জুট উইভিং মিলস লিঃ এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা ১টার দিকে এ অগ্নিকাণ্ডে মিলের তিনটি গুদাম পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০০ কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান আফিল জুট উইভিং মিলস’র জেনারেল ম্যানেজার আব্দুল ওহাব । যশোর, ঝিকরগাছা ও বেনাপোল ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে বিকাল ৩টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আফিল জুট উইভিং মিলস’র জেনারেল ম্যানেজার আব্দুল ওহাব জানান, কোন কিছু বোঝার আগেই দুপুর ১টার দিকে মিলের পেছনের অংশের ৩টি ইউনিটের উৎপাদিত সুতা, বস্তা ও পাটসহ মেশিনে আগুন ধরে যায়। মিলের শ্রমিকরা প্রথম দিকে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। তবে আগুনে জলসে গেছে মিলে কর্মরত শ্রমিক আখের আলী। আহত হয়েছে প্রায় ২০ জন। পরে বেনাপোল ফায়ার সার্ভিস, ঝিকরগাছা ও যশোর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আধাঘণ্টা দেড়িতে এসেছে বলে কর্তৃপক্ষ অভিযোগ করেন। বেনাপোল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, বেনাপোল, ঝিকরগাছা, যশোর ও নওয়াপাড়ার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তদন্ত না করে এই মুহূর্তে ক্ষয় ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন