দেশের বৃহৎ পরিকল্পিত কাপ্তাই হ্রদে এবার বৃষ্টিপাত কম হওয়ার দরুণ বিদ্যুৎ উৎপাদন ধসের পর্যায়ে পৌঁছেছে। রবিবার (২৭নভেম্বর) কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সর্বনিন্ম পর্যায়ে এসেছে বলে জানাযায়।
হ্রদে পানি স্বল্পতায় অত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে শুধুমাত্র ২ নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। কেন্দ্রের ১ নং ইউনিটের মেরামতের কাজ শেষ হয়েছে এবং যেকোন সময়ে এটি চালু করা হবে। পানি সল্পতায় ১ নং ইউনিটসহ ৩,৪ ও ৫ নং ইউনিট চালু করা সম্ভব হচ্ছে না। বর্তমানে হ্রদে পানি থাকার কথা রুল কার্ভ অনুযায়ী ১০৬.৪(এম,এস,এল)।কিন্ত তা কমে আছে ৯০.০৯ফুট মীন সী লেভেল(এম,এস,এল)পযন্ত। কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন জানান,চলতি বছরে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত না হওয়ার দরুন বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। দিন,দিন হ্রদে পানি হ্রাস পাচ্ছে। যার ফলে সামনে ধসের আশঙ্কা করা হচ্ছে। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের কন্টল রুমের দায়িত্নরত লোকজনও পানি স্বল্পতার কথা স্বীকার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন