শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কলাপাড়ায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২২, ৩:৪১ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা বিএনপির উদ্যোগে নতুন বাজারস্থ দলীয় কার্যলয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে কার্যলয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক হাজ¦ী হুমায়ুন শিকদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আলহাজ¦ এবিএম মোশাররফ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সহ-সাধারন সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপির আকন কুদ্দুস। উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাড.খন্দকার নাসির উদ্দিন সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সরোয়ার গাজী, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর তালুকদার উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বিশ^াস শফিকুর রহমান টুলু, অ্যাড.খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী।
এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাজসজ্জা উপ-কমিটির আহবায়ক অ্যাড.শাহজাহান পারভেজ, বিএনপির নেতা হারুন মাতুব্বরসহ উপজেলা বিএনপির, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ছাত্র দল, যুব দল, মহিলা দল, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির আহবায়ক হাজ¦ী হুমায়ুন শিকদার সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমান চুন্নুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন