শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কলাপাড়ায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

 পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা বিএনপির উদ্যোগে নতুন বাজারস্থ দলীয় কার্যলয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে কার্যলয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক হাজ্বী হুমায়ুন শিকদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সহ-সাধারণ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপির আকন কুদ্দুস। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার গাজী, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর তালুকদার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশ^াস শফিকুর রহমান টুলু, অ্যাডভোটেক খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাজসজ্জা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, বিএনপির নেতা হারুন মাতুব্বরসহ উপজেলা বিএনপির, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির আহ্বায়ক হাজ্বী হুমায়ুন শিকদার সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমান চুন্নুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন