২৪ বছর আগে চট্টগ্রাম নগরীতে এক কলেজ ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় দু’জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল রোববার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- মো. রফিক ও আজিম উদ্দিন আহমেদ রাজা। এ ছাড়া অনুপ মল্লিক নামে একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। দণ্ডিত রফিক হাজতে ছিলেন। রায় ঘোষণার সময় তাকে কারাগারে হাজির করা হয়। আজিম উদ্দিন পলাতক এবং অনুপ মল্লিক জামিনে আছেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও অতিরিক্ত মহানগর পিপি নোমান চৌধুরী জানান, ১৯৯৮ সালের ১৬ নভেম্বর নগরীর কোতোয়ালী থানার চন্দনপুরায় দারুল উলুম মাদরাসার সামনে মাসুদ চৌধুরী নামে এক কলেজ ছাত্রকে তার বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়। ওই বাড়ির নিরাপত্তা রক্ষী আব্দুল হালিম প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। এ ঘটনায় মাসুদের চাচা হারুন চৌধুরী অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষে ১৩ জনের সাক্ষ্যগ্রহণের পর এ রায় দেন আদালত। তবে এজাহার, অভিযোগপত্র এবং সাক্ষ্যে তিন সন্ত্রাসী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা বলা হলেও কলেজ ছাত্র মাসুদকে কেন খুন করা হয়েছে সেটা আসেনি বলে জানান অতিরিক্ত মহানগর পিপি নোমান চৌধুরী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন