বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদকে আহ্বায়ক ও সাবেক প্রচার সম্পাদক আলমগীর কবির মান্নুকে সদস্য সচিব করে ৭ বিশিষ্ট আহ্বায়ক (আংশিক) কমিটি প্রকাশ করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, যুগ্ম আহ্বায়ক আহসানুল হক ছগির, মোস্তান হাফিজ, শাহরিয়া মো. আব্দুল্লাহ সোহেল, ডা. মো. ইব্রাহিম হোসেন।
উল্লেখ্য ২১ নভেম্বর কর্মীসভা অনুষ্ঠিত হওয়ার সাতদিন পরে ৭ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহ্বায়ক (আংশিক) কমিটি ঘোষণা করেন পিরোজপুর জেলা বিএনপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন