শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খাস জমি দখল নাটোরে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ৭

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : খাস জমি দখলকে কেন্দ্র করে নাটোরের নলডাঙ্গা উপজেলার কুচকুড়ি গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষে আব্দুস সামাদ মোল্লা (৪৫) নামের একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আহতদের নাটোর এবং রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, নলডাঙ্গা উপজেলার হালতিবিলে ১১একর খাস জমি দখল নিয়ে দীর্ঘ দিন থেকে খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান মৃধা এবং সাধারণ সম্পাদক ও নাটোর চিনিকলের কেশবপুর ইক্ষু ক্রয় কেন্দ্রের সিআইসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সোহরাব হোসেনের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার বেলা ১১টার দিকে বিরোধপূর্ণ ওই খাসজমি দখল করতে যায় সোহরাব হোসেনের সমর্থকরা। এসময় খলিলুর রহমান সমর্থকরা বাধা দিলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের আটজন আহত হয়। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে আব্দুস সামাদ মোল্লা নামের এক ব্যক্তি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহতদের মধ্যে সোহরাব হোসেন এবং আব্দুর রশিদকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং হাফিজুল ইসলামকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুস সামাদ মোল্লা চাঁদপুর গ্রামের মৃত হাকিম মোল্লার ছেলে এবং খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সমর্থক। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন