শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঢাকায় চিকিৎসাধীন সাবেক সংসদ সদস্য পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শাহজাহান খানের মৃত্যু

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২২, ১:৪০ পিএম | আপডেট : ২:৩৯ পিএম, ২৮ নভেম্বর, ২০২২

পটুয়াখালী -৩ আসনের সাবেক সংসদ সদস্য পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির ১ নং সদস্য আলহাজ্জ শাহজাহান খান (৭০) আজ সকাল ১০-২০ মিনিটে ঢাকায় ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন ।
আলহাজ্জ শাহজাহান খানের বড় ছেলে জেলা যুব দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শিপলু খান তার পিতার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান,গত ৫ নভেম্বরে বরিশালে বিভাগীয় সমাবেশে যোগদানের উদ্দেশ্যে ৪ নভেম্বর সন্ধ্যার পরে শাহজাহান খান বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে বরিশাল যাওয়ার পথে পটুয়াখালী - বরিশাল মহাসড়কের গাবুয়া এলাকা অতিক্রম কালে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা শাহজাহান খানকে লাঠি,রড ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে শরীরে বিভিন্ন স্থানে গুরতর ভাবে জখম করে।পরে তাকে পটুয়াখালীতে স্থানীয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। এদিকে গত ২২ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখান আজ সকালে শাহজাহান খান মার যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন