সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ময়মনসিংহ পাশের হারে ছেলেরা, মেয়েরা এগিয়ে এ প্লাসে !

মো: শামসুল আলম খান | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২২, ৬:২৮ পিএম

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেরা বেশি থাকলেও এ প্লাস (জিপিএ-৫) প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এই তথ্য জানানো হয়।

ফলাফলে দেখা যায়, পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৪৯ হাজার ৫৭৭ জন। এতে পাসের হার ৮৯ দশমিক ০৯ শতাংশ। এছাড়াও পাস করা ছাত্রীর সংখ্যা ৪৮ হাজার ৩০৫ জন। তাদের পাসের হার ৮৮ দশমিক ৯৫ শতাংশ।

অপরদিকে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলেদের (ছাত্র) সংখ্যা ৬ হাজার ৭৬৮ জন এবং মেয়েদের (ছাত্রী) সংখ্যা ৮ হাজার ৪৪৮ জন। তবে এবারের ফলাফলে ময়মনসিংহ বোর্ডে পাসের হার কমলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

এর আগে ২০২১ সালে পাসের হার ছিল ৯৭.৯০ শতাংশ। তবে এবার পাসের হার কমে দাঁড়িয়েছে ৮৯.০২ শতাংশ। এদিকে এবার জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ২১৬ জন পরীক্ষার্থী। যা গতবার ছিল ৯ হাজার ৩৪২ জন।

সূত্র জানায়, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে জামালপুর জেলা। এ জেলার পাসের হার ৮৯ দশমিক ৫২ শতাংশ। এছাড়াও শেরপুর জেলার ৮৯ দশমিক ১৪, ময়মনসিংহ ৮৮ দশমিক ৯০ এবং নেত্রকোনা জেলায় পাসের হার ৮৮ দশমিক ৫৯ শতাংশ।

সূত্রমতে, চার জেলার মোট ১ হাজার ৩০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৯ হাজার ৯৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৬৪ টি এবং শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠান রয়েছে একটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন