শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গৌরীপুরে মাহেন্দ্র চালকরা অবৈধ চাঁদা আদায়ের বিরুদ্ধে নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ প্রদান

গৌরীপুর প্রতিনিধি | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২২, ৩:৫৩ পিএম

গৌরীপুর থেকে ময়মনসিংহে চলাচলকারী মাহেন্দ্র চালকরা তাদের নিকট থেকে অবৈধ ভাবে চাঁদা আদায় নিরশনের দাবী জানিয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ প্রদান করেছেন।

মঙ্গলবার ২৯ নভেম্বর দুপুরে দেয়া অভিযোগ থেকে জানাগেছে ময়মনসিংহ ব্রীজে মাহেন্দ্র প্রতি দৈনিক ১৪০,পুলিশ চার্জ বাবদ মাসে ৬০০, পেট্রােল ডিউটি বাবদ প্রতি মাসে ৩০০,ময়মনসিংহ সিটি করপোরেশন ব্রীজে দৈনিক ২০ টাকা চাঁদা প্রদান করতে হয়। তাছাড়া গৌরীপুরসহ ঈশ্বরগঞ্জের চলাচলকারী মাহেন্দ্রের জন্য ব্রীজে আলাদা কোন ষ্ট্যান্ড না থাকায় তাদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়। চালকরা আলাদা ষ্ট্যান্ড বরাদ্ধের দাবী জানিয়েছেন।
এবিষয়ে জানতে চাইলে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন মাহেন্দ্র চালকদের দাবী গুলো যথাযত কর্তৃপক্ষকে জানানো হবে। তিনি তাদের দুর্ভোগ নিরশনের আশ্বাস দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন