শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দৈনিক ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে মামলায় মাদারীপুরে সাংবাদিকদের প্রতিবাদ

মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২২, ৭:১৮ পিএম

দৈনিক ইনকিলাব সম্পাদক জনাব এ এম এম বাহাউদ্দিন এর বিরুদ্ধে দায়ের কতৃ মামলায় মাদারীপুরে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিকরা।আজ মঙ্গলবার পত্রিকার মাদারীপুর অফিসে স্টাফ রির্পোটার আবুল হাসান সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন এটিএন বাংলা ও যুগান্তরের সাংবাদিক গোলাম মাওলা,এনটিভির এম আর মতুর্জা, চ্যানেল ২৪ এর সাগর হোসেন তামিম বাংলাদেশ প্রতিদিনের বেলাল রিজভী, অর্থনীতির কাগজের স্টাফ রির্পোটার আরাফাত হাসান,একুশে টেলিভিষনের নজরুল ইসলাম পলাশ,চ্যানেল আই য়ের রাহাত হোসাইন , আমাদের সময়ের শফিক স্বপন, ইন্ডিপেন্ডেন্ট টিভির রিপন মল্লিক, কালবেলার রাশেদ কামাল দৈনিক দিনকালের গাউসুর রহমানসহ আরা অনেকে।বক্তারা দেশবরেন্য সাংবাদিক দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম, বাহ্উাদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা সংবাদপত্রের স্বাধীনতা হরন করার সামিল বলে নির্শতভাবে মামলা প্রত্যাহরের দাবী জানায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন