মানিকগঞ্জ জেলা বিএনপির সহ- সভাপতি মোতালেব হোসেনকে আইনশৃংখলা রক্ষাবাহিনী (ডিবি পুলিশ) পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, কিছুক্ষণ আগে তাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। তবে তাকে থানা কিংবা জেলগেটে না নিয়ে যাওয়ায় তার পরিবার ও দলীয় নেতাকর্মীদের মাঝে চরম উদ্বেগ ও উৎকন্ঠা তৈরি হয়েছে। অনেকে দেখেছেন তাকে আরিচার দিকে নিয়ে যাওয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে যাওয়ার কথা স্বীকার করছে না। রুহুল কবির রিজভী তাকে অবিলম্বে পরিবারের কাছে ফেরত দেয়ার দাবি জানান।
এর আগে তিনি মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন। তার মতো একজন বলিষ্ঠ নেতাকে তুলে নিয়ে স্বীকার না করায় মানুষের মাঝে সেই আগের অজানা আতঙ্ক বিরাজ করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন