শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হলেন হাকিম জেফরিস

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২২, ১০:১৫ এএম

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক পার্টির নেতা হিসেবে হাকিম জেফরিসকে বেছে নিয়েছেন হাউস ডেমোক্র্যাটরা। এর মাধ্যমে তিনি স্পিকার ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হলেন। একইসঙ্গে প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা হিসেবে এ পদে তিনি নির্বাচিত হয়েছেন। খবর সিএনএনের।

বুধবার স্থানীয় সময় সকালে ক্যাপিটল হিলে এক রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেন হাউস ডেমোক্র্যাটরা।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ও প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ৮২ বছর বয়সী ন্যান্সি পেলোসি প্রায় দুই দশক ধরে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

আগামী বছরের জানুয়ারি পর্যন্ত পেলোসি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর নতুন কংগ্রেস দায়িত্ব নেবে। তখন দুই মেয়াদে ডেমোক্র্যাটিক মাইনোরিটির নেতৃত্ব দেবেন জেফরিস। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এ দায়িত্ব পালন করবেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন