বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পুঠিয়ার দুইটি ইউনিয়নের চেয়ারম্যান পদে ১৬ জনের মনোনয়নপত্র জমা

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২২, ৯:০৭ পিএম

পুঠিয়া উপজেলার ভালুকগাছি ও শিলমাড়িয়া দুইটি ইউনিয়নের চেয়ারম্যান পদে ১৬ জনের মনোনয়নপত্র জমা দিয়েছে। শিলমাড়িয়া ই্উনিয়নের ৮জন ও ভালুকগাছি ইউনিয়নের ৮জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, শিলমাড়িয়া ইউনিয়নে, সাজ্জাদ হোসেন মুকুল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, হাফিজুর রহমান, খাদেমুল ইসলাম, শহিদুল ইসলাম, আলী আকবর, আবু হায়াত ও মাহবুব আলম। ভালুকগাছি ইউনিয়নে, জিল্লুর রহমান (নৌকা), আসিফ উজ-জামান (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, নাজমুল গনি (পিন্টু), সাইদুর রহমান, আশরাফুল ইসলাম, এস.এম আশরাফুল ইসলাম (বাবলু), মেহেদী হাসান সুলতান ও অধ্যাপক একরামুল হক।

পুঠিয়া উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানাগেছে, শিলমাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩জন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৫১ জন মোট ৭৫জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮জন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন মোট ৬৬ জন মনোনয়নপত্র জমাদেন। ভালুকগাছি ইউনিয়নের চেয়ারম্যান পদে ১১জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৫৩জন মোট ৭৭জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮জন, সংরক্ষিত সদস্য পদে ১২জন ও সাধারণ সদস্য পদে ৪৮জন মোট ৬৮জন মনোনয়নপত্র জমাদেন। পুঠিয়া উপজেলা নির্বাচন অফিসার জয়নুল আবেদীন জানান, দুই ইউনিয়নের বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন