শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

১০ এমডিকে সম্মাননা জানাল জনতা ব্যাংক লিমিটেড

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২২, ১২:১৪ এএম

জনতা ব্যাংক লিমিটেড এ যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করে এখন বিভিন্ন ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন এমন ১০জন এমডিকে সম্মাননা জানিয়েছে জনতা ব্যাংক লিমিটেড। গত বুধবার রাতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদের সম্মাননা জানানো হয়।
জনতা ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আনসার ভিডিপি ব্যাংকের এমডি মো. মোসাদ্দেক-উল-আলম, বাংলাদেশ কমার্স ব্যাংকের এমডি এন্ড সিইও মো. তাজুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এমডি মো. ইসমাইল হোসেন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের এমডি মো. আব্দুল মান্নান, পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক এমডি খন্দকার আতাউর রহমান, অগ্রণী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড এমডি মো. মুরশেদুল কবীর, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও মো. হাবিবুর রহমান গাজী, বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি মো. আব্দুল জব্বার, পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি শেখ মো. জামিনুর রহমান উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন