শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নারায়ণগঞ্জে ছাত্রলীগ সভাপতি অস্ত্র ও চুরি মামলার আসামি

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ৬:৩৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ছাত্রলীগ সভাপতি তানভীর আহমেদ রিয়াজ অস্ত্র ও চুরি মামলার আসামী। সম্প্রতি আশুলিয়া থেকে অস্ত্রসহ তাকে র‌্যাব আটক করে ভাটারা থানায় হস্তান্তর করে। ওই মামলায় দীর্ঘদিন তিনি হাজতবাস করেন। তানভীর রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী গ্রামের রবিউল ইসলামের ছেলে।

জানাগেছে, ছাত্রলীগ সভাপতি তানভিরের বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদাবাজি, জমি জবর দখল ও সম্পদ লুটের মতো অভিযোগ দীর্ঘ দিনের। তার বিরুদ্ধে রয়েছে উপজেলার রূপসীতে সিটি গ্রুপের চুরির মামলা। এসব কিছু জেনেও একটি সুবিধাবাদী চক্র ছাত্রলীগের রূপগঞ্জ থানা কমিটিকে কলুষিত করতে লেজুরভিত্তিক রাজনীতিতে সম্পৃক্ত তানভীরকে শীর্ষ পদ পাইয়ে দেয়। এ নিয়ে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের তৃণমূল নেতা-কর্মীসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা তুঙ্গে।

এ ব‍্যাপারে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানভীর আহমেদ রিয়াজ জানান, অতীতে তাকে প্রতিপক্ষের লোকজন সাজানো মামলায় জড়িয়েছে। তিনি কোন রকম খারাপ কাজের সাথে জড়িত নন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন