শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইনকিলাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন গোষ্ঠী সফল হতে পারবেনা-পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা সৈয়দ আহছান হাবিব (মু.জি.আ)।

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২২, ৩:২৩ পিএম | আপডেট : ৫:৫৭ পিএম, ৫ ডিসেম্বর, ২০২২

রাউজানে আব্দুল গফুর মাষ্টার শাহ (রহ:) ৩৯ তম বার্ষিক ওরশ মাহফিলে মোনাজাত করছেন অধ্যক্ষ সৈয়দ আহছান হাবিব (মু.জি.আ)।


রাউজান গর্জনীয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রি)মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও মাদ্রাসা গভর্ণীং বডির বর্তমান সভাপতি পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা সৈয়দ আহছান হাবিব (মু.জি.আ)বলেছেন দৈনিক ইনকিলাবের বিরুদ্বে ষড়ডন্ত্র করে কোন গোষ্টি সফল হতে পারবেনা।তিনি বলেন দীর্ঘ ৩৭বছর ধরে আমি ইনকিলাবের পাঠক।ইনকিলাব প্রতিষ্টার পর থেকে আলহাজ্জ মাওলানা এম.এ.মান্নান সাহেবকে দেখেছি তিনি দেশ জনগণ আলেম উলামার জন্য কত কষ্ট করেছেন।সে ইনকিলাবের বিরুদ্বে আগেও ষড়যন্ত্র হয়েছে এখনে হচ্ছে,তবে কোন গোষ্টি কিংবা ষড়যন্ত্রকারী সফল হবেনা।কেননা দৈনিক ইনকিলাবের প্রতি রয়েছে সৃষ্টিকর্তার রহমত ও পাঠকের ভালবাসা।তিনি আরো বলেন গণমানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর দৈনিক ইনকিলাব পত্রিকার স্বনামধন্য সম্পাদক আলহাজ্জ এ এম এম বাহাউদ্দীন সাহেবের বিরুদ্ধে সম্প্রতি একটি মামলার বিষয়ে পত্রিকায় দেখেছি যা অত্যন্ত দুঃখ জনক ও হাস্যকর বিষয়।যেহেতু ইনকিলাব ন্যায়ের কথা বলে সেহেতু অন্যায় ও দুর্নীতির কথা প্রকাশ করা এটি ইনকিলাবের চলমান পক্রিয়া।তিনি বলেন মামলা করে ইনকিলাবের কার্যক্রমকে থামানো যবেনা। তিনি (৪ডিসেম্বর)রবিবার রাতে গর্জনীয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তাঁর পিতা পীরে কামেল আলহাজ্ব শাহসূফি সৈয়দ আব্দুল গফুর মাষ্টার শাহ (রহ:) ৩৯ তম বার্ষিক ওরশ শরীফ মাহফিলে সভাপতির বক্তব্য রাখছিলেন।মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সৈয়দ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যাপক আলহাজ্জ ডক্টর.নূ ক ম আকবর হোসেন।তকরির করেন গর্জনীয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিফাল আল্লামা আবু তৈয়ব হামিদী,কাটিরহাট মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ্জ আল্লামা সৈয়দ ওমায়ের রেযভী,মাওলানা আবুল বশর ভান্ডারী।মিলাদ কিয়াম পরিবেশন করেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন।(শনিবার ও রোববার) দুদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয় ওরশ শরিফ।শনিবার রাতে হুজুরের মাজার প্রাঙ্গনে বিশাল যিকিরে মোস্তফা (দঃ) মাহফিল নাত পরিবেশন করেন শায়ের মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা মিনহাজ্ব উদ্দিন,মাওলানা ওসমান গণী কাদেরী,মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা তাজ মুহাম্মদ রেজভী,হাফেজ মহিউদ্দিন।রবিবারের মহফিলে উপস্থিত ছিলেন এস এম কমর উদ্দিন, এস এম শহিদুল্লাহ, সৈয়দ আনোয়ার,এস এম নাসির উদ্দিন,সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মোমেন চৌঃ,মাদ্রাসা কমিটির সদস্য এস এম বাবর,অধ্যাপক মাওলানা ওবাইদুন নাছের নঈমী,আলহাজ্ব মাওলানা আলী ছিদ্দীকি,অধ্যাপক নুরুল হুদা,মাস্টার ফরিদ মিয়া,আবদুস সালাম,মুহাম্মদ মনসুর,সৈয়দ মাওলানা লুৎফুর রহমান,ব্যাংকার সৈয়দ বদরুদ্দোজা, মাওলানা জাফর আলম নুরী, মাওলানা নাছির উদ্দিন চৌধুরী,মাওলানা বাহাউদ্দিন মোঃ ওমর, সৈয়দ মাওলানা গিয়াস উদ্দিন, মওলানা রফিক,সৈয়দ মাওলানা গিয়াস উদ্দিন, নুর মুহাম্মদ সওদাগর,এমদাদ হোসেন বাবর,রবিউল হোসেন খোকন,মাওলানা কুতুব উদ্দিন প্রমুখ।দুদিন ব্যাপি মাহফিলে মিলাদ কিয়াম শেষে রাতে আখেরী মোনাজাত পরিচালনা করেন হুজুরের শাহজাদা অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা সৈয়দ আহছান হাবিব (মুজিআ)।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (12)
Rezaul ৫ ডিসেম্বর, ২০২২, ৬:৩২ পিএম says : 0
ইনকিলাব সব সময় অন্যায়ের বিরুদ্ধে লেখে। কাজেই এ পত্রিকার বিরুদ্ধে ষড়যন্ত্র কখনো মেনে নেওয়া হবে না
Total Reply(0)
aslam ৫ ডিসেম্বর, ২০২২, ৬:৩৫ পিএম says : 0
অতীতেও ইনকিলাবের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে কেউ সফল হয় নাই। এখনো হবে না।
Total Reply(0)
karim ৫ ডিসেম্বর, ২০২২, ৬:৩৬ পিএম says : 0
এদেেশের তৌহিদী জনতার মুখপাত্র দৈনিক ইনকিলাবের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।
Total Reply(0)
আসলাম ৫ ডিসেম্বর, ২০২২, ৬:৩৪ পিএম says : 0
অতীতেও ইনকিলাবের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে কেউ সফল হয় নাই। এখনো হবে না।
Total Reply(0)
আসলাম ৫ ডিসেম্বর, ২০২২, ৬:৩৪ পিএম says : 0
অতীতেও ইনকিলাবের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে কেউ সফল হয় নাই। এখনো হবে না।
Total Reply(0)
kamal ৫ ডিসেম্বর, ২০২২, ৬:৩৯ পিএম says : 0
সময়ের সাহসী গণমাধ্যম দৈনিক ইনকিলাব, সাহসী সম্পাদক এএমএম বাহাউদ্দীন এগিয়ে যাক। ইনকিলাবকে আমরা দেশের জন্য, মানুষের জন্য ইসলামের জন্য আরো সক্রিয় দেখতে চাই।
Total Reply(0)
saiful ৫ ডিসেম্বর, ২০২২, ৬:৩৭ পিএম says : 0
দৈনিক ইনকিলাব না থাকলে এ দেশ ভারতীয় সেবাদাসে পরিণত হবে। তাই ইনকিলাবকে রক্ষা করতে হবে।
Total Reply(0)
Nazmul Hasan ৫ ডিসেম্বর, ২০২২, ৬:৪৬ পিএম says : 0
তীব্র নিন্দা জানাচ্ছি। সংবাদ পএের স্বাধীনতা কে হরন করা হচ্ছে।।
Total Reply(0)
Romjan Ali Bangladeshi ৫ ডিসেম্বর, ২০২২, ৬:৪৬ পিএম says : 0
এই পত্রিকাটা ছোট্ট সময়ে দেখে আসছি আলেমসমাজ পড়ে বেশি এবং জনপ্রিয়
Total Reply(0)
MD AZGOR ALI ৫ ডিসেম্বর, ২০২২, ৬:৪৬ পিএম says : 0
ইনকিলাবের বিরুদ্ধে মামলার হওয়া মানি হচ্ছে জনগণের বিরুদ্ধে মামলা হওয়া!!!
Total Reply(0)
Md. Ataullah Raipuri ৫ ডিসেম্বর, ২০২২, ৬:৪৭ পিএম says : 0
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি দ্রুত গতিতে মামলা প্রত্যাহার করতে হবে
Total Reply(0)
Ismile Hossain Hira ৫ ডিসেম্বর, ২০২২, ৬:৪৭ পিএম says : 0
মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইনকিলাব সত্য ও ন্যায়ের পক্ষে ইসলামের পক্ষে।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন