শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সবচেয়ে বিনিয়োগবান্ধব দেশ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২২, ১১:২২ এএম

বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে বিনিয়োগবান্ধব দেশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিনিয়োগবান্ধব দেশ হওয়ায় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসছে, বিভিন্ন দেশ আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারের জাপানি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন,

খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শিল্প কারখানা গড়ে তোলার তাগিদ দিয়ে শেষ হাসিনা বলেন, কৃষিপ্রধান দেশ বাংলাদেশ। তাই কৃষি জমি রক্ষা করতে হবে। এর পাশাপাশি শিল্প কারখানাও গড়ে তুলতে হবে।

বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতার কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, জাপান আমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে। মেট্রোরেল বিমানবন্দরসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নির্মাণ করে দিচ্ছে তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Nurullah Sheikh Nayan ৬ ডিসেম্বর, ২০২২, ২:৩৬ পিএম says : 0
সবচেয়ে বিনিয়োগ বান্ধব দেশ বাংলাদেশ এটা কিন্তু সত্যি যদি রাজনৈতিক স্থিতিশীলতা এবং দূর্নীতি কম থাকে তাহলেই বাংলাদেশে অনেক কিছুই সম্ভব।
Total Reply(0)
Tofael Ahammed ৬ ডিসেম্বর, ২০২২, ২:৩৬ পিএম says : 0
ইসলামি ব্যাংক তার জ্বলন্ত উদাহরণ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন