শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

হুয়াওয়ে ডুয়াল ক্যামেরা জিআর৫

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বাংলাদেশে উদ্বোধন করা হলো হুয়াওয়ের বহুল প্রতীক্ষিত জিআর৫ ২০১৭। ডিসেম্বর ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত যে যেসকল গ্রাহক ডিভাসটি কিনতে অগ্রিম বুকিং দিয়েছিলো, হুয়াওয়ে রাজধানীর বসুন্ধরা সিটি মলে সে সকল গ্রাহকদের হাতে ডিসেম্বর ১৬ তারিখে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হ্যান্ডসেট হস্তান্তর করেছে। অনুষ্ঠানের হস্তান্তরের সময় গ্রাহকদের বিশাল সমারোহ দেখা যায়। এই প্রসঙ্গে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের ডিরেক্টর ইংমার ওয়্যাং বলেন, “বাজেটের মধ্যে প্রযুক্তিপ্রেমী গ্রাহকরা একটি ডিভাইসে যা চায়, তার সবটাই রয়েছে এ ফোনটিতে। আমরা হুয়াওয়েতে সবসময় নতুন ক্যামেরা প্রযুক্তি নিয়ে আসতে এবং ফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের অভূতপূর্ব অভিজ্ঞতা নিশ্চিত করার ব্যাপারে সর্বদা জোর দেই। এবার প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে সাশ্রয়ী বাজেটের মধ্যে হুয়াওয়ে জিআর৫ ২০১৭ স্মার্টফোনটিতে আমরা অত্যাধুনিক ডুয়াল ক্যামেরা নিয়ে এসেছি। বাংলাদেশের বাজারে আমাদের গ্রাহকরা যাতে বাজেটের মধ্যে সর্বোচ্চ অভিজ্ঞতা নিতে পারে এজন্য হুয়াওয়ে এ ধরনের ডিভাইস নিয়ে আসার ক্ষেত্রে ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাবে।’ ডিভাইসটির অগ্রিম বুকিং দেয়ার মাধ্যমে গ্রাহকরা বিনামূল্যে পেয়েছেন একটি ব্যাগপ্যাক, ৩২ জিবি এসডি কার্ড এবং একটি সেলফি স্টিক। এছাড়াও, হুয়াওয়ে জিআর৫ ২০১৭ - গ্রাহকরা তাদের ফোন সম্পর্কিত কোনো সমস্যা সমাধানে দেশজুড়ে হুয়াওয়ে অনুমোদিত গ্রাহক সেবাকেন্দ্রে যোগাযোগ করলে দুই ঘণ্টার মধ্যে তাদের সমাধান দেয়া হবে। দেশের বাজারে জিআর৫ ২০১৭ পাওয়া যাচ্ছে মাত্র ২১,৯০০ টাকা । রাজধানীর বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কছাড়াও সারাদেশে হুয়াওয়ের ব্র্যান্ডশপগুলো ছাড়াও স্থানীয় মোবাইলফোনের দোকানে পাওয়া যাবে হুয়াওয়ের জিআর৫ ২০১৭ ডুয়াল ক্যামেরা এ হ্যান্ডসেটটি।  

স শিবলু

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন