শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

অ্যাপলের ম্যাকবুক প্রো ২০১৬

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অভিজাত প্রযুক্তিপ্রেমীদের জন্য বিশ্ববাজারে অ্যাপলের সদ্য অবমুক্ত দুইটি ভিন্ন রঙ ও কনফিগারের ২০১৬ সংস্করণের ম্যাকবুক প্রো দেশের বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স। চারটি ভিন্ন মডেলে স্পেস গ্রে ও সিলভার রঙের ম্যাকবুকগুলো গড়নে হালকা-পাতলাই নয়, এর কিবোর্ডেও রয়েছে অভিনবত্ব। ল্যাপটপেও স্পর্শ প্রযুক্তি সংযোজনের ধারাবাহিকতায় ১৩.৩ ও ১৫.৪ ইঞ্চি পর্দার এই ম্যাকবুকে প্রথমবারের মতো যুক্ত হয়েছে টাচ বার ও টাচ আইডি। ব্যবহারকারী নিজের সুবিধা মতো এর টাচ বারটি সাজিয়ে নিতে পারবেন। ম্যাকবুকের পর্দার রেজ্যুলেশন পূর্বের সংস্করণের চেয়ে ৬৭ শতাংশ উজ্জ্বলতর এবং রঙের বিচ্ছুরণটি ২৫ শতাংশ বেশি নিখুঁত করা হয়েছে। এছাড়াও এতে সংযোজিত স্পিকার দ্বিগুণ উন্নত করা হয়েছে। অভ্যন্তরীণ কাঠামোগত বেশিষ্ট্যের জন্য ঘণ্টার পর ঘণ্টা চললেও ম্যাকবুক প্রো ২০১৬ গরম অনুভূত হবে না। আরো জানতে ভিজিট: িি.িপড়সঢ়ঁঃবৎংড়ঁৎপবনফ.পড়স।

স লিপন দাস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন